পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ব্যবসায় শিক্ষা অনুষদের বিবিএ ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও বিবিএ ১৭তম ব্যাচের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০২ নভেম্বর ২০২৪ শনিবার সকাল ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ২০৫নং কক্ষে নবীন বরণ, বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিইউবি’র ট্রেজারার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মুহা. সুজন-শাহ-ই ফজলুল ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাজেদুর রহমান। পুণ্ড্র ইউনিভার্সিটি বিজনেস ক্লাব এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোঃ আলী হাসান। আরও উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অতিথিগণ বলেন মানবতাবাদী, আধুনিক ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা শিক্ষার্থীদের মানবিক গুণের অধিকারী হয়ে স্মার্ট মানুষ হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার তাগিদ দেন। অনুষ্ঠানে নবাগত ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করা ও বিদায় জানানো হয়।